সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর সিইসির সঙ্গে এটি হতে যাচ্ছে মার্কিন দূতাবাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

তবে ২০২৫ সালের ২৮ আগস্টেও একটি অনুরূপ বৈঠক নির্ধারিত ছিল, যা শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। ওইদিন দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনের সামনে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৈঠকটি বাতিল করা হয়।

পরে নির্বাচন কমিশন জানায়, স্থগিত হওয়া বৈঠকটি ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আজকের বৈঠকে দুই পক্ষের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন পর্যবেক্ষণ এবং সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক বছরেরও বেশি সময় পর সিইসি ও মার্কিন দূতাবাসের এই উচ্চপর্যায়ের বৈঠকটি কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন দিকনির্দেশনা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।