ই-রিটার্নে সহায়তায় এনবিআরের ডিজিটাল রেজিস্ট্রেশন শুরু

করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও দক্ষ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চালু করেছে অনলাইন প্রশিক্ষণ রেজিস্ট্রেশন ব্যবস্থা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এনবিআরের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এনবিআর জানিয়েছে, আগ্রহী করদাতা ও কর আইনজীবীরা নির্দিষ্ট লিংকের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে প্রশিক্ষণ নিতে পারবেন। প্রতি ব্যাচে সর্বোচ্চ ৩০০ জন অংশগ্রহণকারী থাকবেন।

প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী সপ্তাহ থেকে। এটি অনুষ্ঠিত হবে এনবিআরের মাল্টিপারপাস হলে। প্রশিক্ষণের তারিখ ও সময় ইমেইলের মাধ্যমে জানানো হবে রেজিস্ট্রেশনকারী করদাতাদের।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য-

  • প্রশিক্ষণ রেজিস্ট্রেশন চালু: অনলাইনে
  • প্রতি ব্যাচে অংশগ্রহণকারী: সর্বোচ্চ ৩০০ জন
  • স্থান: এনবিআর মাল্টিপারপাস হল
  • ইমেইলে জানানো হবে: সময়সূচি ও বিস্তারিত
  • শুরু: আগামী সপ্তাহ থেকে

গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনের এক মাসের মধ্যেই ৩ লাখ ৬৫ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

এ বছর নিচের ক্যাটাগরির বাইরে থাকা সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে-

  • ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা
  • শারীরিকভাবে অসুস্থ/প্রতিবন্ধী করদাতা
  • বিদেশে অবস্থানরত বাংলাদেশি
  • মৃত করদাতার আইনগত প্রতিনিধি
  • বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক

ই-রিটার্ন দাখিলের সুবিধাসমূহ-

  • কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই
  • রিটার্ন পূরণ ও দাখিল সম্পূর্ণ অনলাইনে
  • সঙ্গে সঙ্গে পাওয়া যাবে রশিদ ও আয়কর সনদ
  • সময় ও ভোগান্তি বাঁচবে

রেজিস্ট্রেশন লিংক: https://nbr.gov.bd/form/e-return-training/eng