ইউপিইউ নির্বাচনে পুনঃনির্বাচিত বাংলাদেশ, প্রধান উপদেষ্টার অভিনন্দন

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসন পরিষদ (Council of Administration - CA) এ পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশর প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিইউ নির্বাচন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সম্পন্ন হয়। এতে বাংলাদেশ ১৫৭টি সদস্য দেশের মধ্যে ৯৭টি ভোট পেয়ে নির্বাচিত ১০ সদস্যের মধ্যে নবম স্থানে জায়গা করে নিয়েছে। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো আগামী চার বছরের জন্য প্রশাসন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ।

প্রেস বার্তায় জানানো হয়, গত মেয়াদে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ সীমিত ছিল। ২০২১ সালের নভেম্বরে কেবল একটি সভায় সরাসরি অংশ নেওয়া হয়, বাকিগুলো ভার্চুয়ালি অনুসরণ করা হয়েছিল। এই কারণে পুনঃনির্বাচন নিয়ে সংশয় দেখা দিলেও শেষ পর্যন্ত কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ সফলভাবে নির্বাচিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ ফলাফলকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন।

ইউপিইউ হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক ডাক ব্যবস্থাপনার সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। বাংলাদেশের এই অর্জন আন্তর্জাতিক মঞ্চে দেশের সক্রিয় ও সফল অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।