দুর্গাপূজা উদযাপন হবে শান্তিপূর্ণ ও নিরাপদ: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আপনারা যারা পূজার্থী, সাহসের সঙ্গে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করবেন। প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখবে, যাতে পূজা নির্বিঘ্নে পালন করা যায়।’

শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন আরও বলেন, এবার সারা দেশে একটি হটলাইন চালু করা হচ্ছে। হটলাইনে যে কোনো ধরনের অপরাধ বা উদ্বেগজনক ঘটনা জানালে প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আগামীকাল (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সারাদেশে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘এই দেশ ছাড়া আমাদের কোনো দ্বিতীয় দেশ নেই। আমাদের সবাইকে মিলেমিশে হিংসা-বিদ্বেষ পরিহার করে চলতে হবে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ। অন্তর্বর্তী সরকার সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে।’

তিনি হিন্দু সম্প্রদায়ের জন্য সরকারি অনুদান বৃদ্ধি এবং মন্দির নির্মাণের উদ্যোগের কথাও তুলে ধরেন। আগের ২ কোটি টাকা বরাদ্দ এবার ৫ কোটি টাকা করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সুনামগঞ্জের তাহিরপুরে ২৫ কোটি টাকায় একটি মন্দির ও পুকুরঘাট নির্মাণ করছে। ঢাকার খিলক্ষেতেও রেলওয়ের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে মন্দির কমপ্লেক্সের পাশে আরও একটি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন।

ড. খালিদ হোসেন সতর্ক করে বলেন, পূজার সময় যারা অপরাধ করতে চায়, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপ, মাজার-মন্দির বা উপাসনালয়ে হামলা করলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

স্থানীয় সবাইকে সম্পৃক্ত করে এমন ঘটনা প্রতিহত করা হবে। যারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের আমরা পরাজিত করবো।’

দক্ষিণ নালাপাড়া সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অসীত বরণ সেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক রিংকু কুমার শর্মা এবং দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অনিল পাল প্রমুখ।