ক্ষমতা ধরে রাখার মানসিকতাই দেশকে পিছিয়ে দেয়: ধর্ম উপদেষ্টা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নেবে। চেয়ারে কেউ একবার বসলে সে আর ছাড়তে চায় না। তবে আমরা তৈরি হয়ে আছি। যেহেতু আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন, তাই নতুন সরকার শপথ নিলেই আমরা বিদায় নিয়ে চলে যাবো। এ নিয়ে আমাদের মধ্যে কোনো দুঃখবোধ নেই।’

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আরবি বিভাগ আয়োজিত ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আরবি ভাষা কেবল ধর্মীয় কারণে নয়; বরং অর্থনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে অসংখ্য মাদরাসা ও আরবি বিভাগ থাকা সত্ত্বেও দক্ষ জনবলের অভাব রয়েছে। শিক্ষার্থীদের আরবির দক্ষতা বাড়াতে হবে, কারণ দক্ষদের জন্য বিশ্বজুড়ে কর্মসংস্থান ও স্কলারশিপের দরজা খোলা।

বিশ্ববিদ্যালয়ে রাজনীতির প্রভাব নিয়ে ড. খালিদ হোসেন বলেন, ‘আমার রাজনৈতিক পরিচয় থাকলেও উপদেষ্টার চেয়ারে বসে আমি দলনিরপেক্ষ। বিশ্ববিদ্যালয়গুলো কেন নির্দিষ্ট রাজনৈতিক কেন্দ্রে পরিণত হবে? অতীতে রাজনীতির বাইরে কোনো শিক্ষক-কর্মকর্তা নিয়োগ হয়নি, যা এক দুঃখজনক লিগ্যাসি। আমরা আশা করি এই ব্যবস্থার পরিবর্তন হবে।’

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা চবির আরবি বিভাগের ২৫ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তির ব্যবস্থা করার ঘোষণা দেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিলে ক্যাম্পাসে একটি ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ প্রতিষ্ঠায় অর্থায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

আরবি বিভাগের সভাপতি ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চবি উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) ও (প্রশাসন) এবং কলা অনুষদের ডিন। অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।

DR/FJ
আরও পড়ুন