‘রাজধানীতে বৈদ্যুতিক বাস চালুর সিদ্ধান্ত নভেম্বরে’

রাজধানীতে বৈদ্যুতিক বাস চালুর বিষয়ে আগামী নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (NDC)’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান।

রাজধানীর বায়ুদূষণ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে রিজওয়ানা হাসান বলেন, রাস্তায় নতুন বাস দেখা যাচ্ছে না, পুরোনো বাসগুলো থেকেই কালো ধোঁয়া বের হচ্ছে। তবে অভিযান জোরদার করায় কালো ধোঁয়া নির্গমনকারী বাসের সংখ্যা কিছুটা কমেছে। নগরবাসীকে বাঁচাতে হলে দূষণ রোধে পাঁচ বছর আগেই কাজ শুরু করা উচিত ছিল।

বৈদ্যুতিক বাস আনার বিষয়ে সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন কাঠামো স্থাপন, বাজেট বরাদ্দ এবং সুস্পষ্ট পরিকল্পনা। এসব বিষয় চূড়ান্ত করতে সরকারের এক থেকে দেড় বছর সময় লাগবে। তারপরও সরকার উদ্যোগ নিয়েছে এবং আমরা দ্রুততার সঙ্গে এগোতে চাই।

দেশে আবর্জনা ও আবাসনের ব্যানার দিয়ে জমি দখলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, এখন দেশে কোনো খালি জায়গা নেই, সব জায়গাতেই ‘আবর্জনা ব্যবস্থাপনা’ বা ‘আবাসন’ প্রকল্পের নামে জমি দখল হচ্ছে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় আমরা অনেক পিছিয়ে। জনঘনত্ব ও রাজনৈতিক বাধার কারণে প্রকল্প বাস্তবায়নে বারবার জটিলতা তৈরি হচ্ছে। অথচ, বর্জ্য ব্যবস্থাপনা এখন দেশের অন্যতম জরুরি চ্যালেঞ্জ।

পরিবেশ উপদেষ্টা পরামর্শ দেন, মেগা প্রকল্পে অতিরিক্ত মনোযোগ না দিয়ে এখন সময় পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণের।