যত বাধাই আসুক ফেব্রুয়ারিতেই নির্বাচন: অ্যাটর্নি জেনারেল

যত বাধাই আসুক না কেনো আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (১ অক্টোবর) ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকারের মতো আর কোনো বৈধ সরকার নেই। এ সরকার সামাজিক চুক্তির ফসল।

তিনি বলেন, আজ বাংলাদেশের এমন একটি জায়গায় দাঁড়িয়েছে- চোরাবালির সময়ের সন্ধিক্ষণ থেকে উত্তরে এসে নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে আমাদের গণতন্ত্র যে পথে যাচ্ছে, সেই পথে যত বাধাই আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা-ছেঁড়া হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর ডিঙিয়ে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে ভোট উৎসব করবে। এর কোনো ব্যত্যয় হবে না।  এই নির্বাচনকে ভণ্ডুল করতে গণতন্ত্রের উত্তরণের পথে বাধা হয়ে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায়, জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গতভাবে এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমরা কোনো ব্যক্তির বিচার করতে আসিনি। আমরা হাসিনার বিচার করছি না। আমরা বিচার করছি অপরাধের। আমরা যে অপরাধের বিচার করছি, সে অপরাধের মধ্যে আছে ৫ বছরের শিশু বালক কিশোরকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে।'  

তিনি বলেন, নিরস্ত্র আবু সাইদ রাজপথে দাঁড়িয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল, তার বুকে গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আমরা এসব অপরাধের বিচার করছি।  এই সব অপরাধের বিচার করতে গিয়ে নাম উঠে  এসেছে শেখ হাসিনার নাম উঠে এসেছে তার সহযোগীদের। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যা কিছু করা প্রয়োজন তাই করা হবে।