জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয় দফায় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, বর্ধিত মেয়াদের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, ‘আগামীকাল অনুষ্ঠানে অংশ নিয়ে সবাই স্বাক্ষর করবে বলে আশা করছি। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। কোনও দল চাইলে পরেও স্বাক্ষর করতে পারবে।’
গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হয় ১৫ আগস্ট।
কাজ সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে কমিশনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১৫ অক্টোবর পর্যন্ত ছিল মেয়াদ। এবার তৃতীয় দফায় আরও ১৫ দিন সময় বাড়িয়েছে সরকার।
এই কমিশনের লক্ষ্য রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও গুরুত্বপূর্ণ ইস্যুতে সুপারিশ প্রণয়ন করা।