হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান, কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন ও ফায়ার সার্ভিস ঢাকা ১৯ এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. তোজাম্মেল হোসেন। সদস্য সচিব করা হয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে।
এর আগে ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া ১৯ অক্টোবর স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে সাত সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৮ অক্টোবর বিকেল আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন আমদানি কার্গো ভিলেজ হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নির্বাপণ হয় পরদিন বিকেল ৫টার দিকে।
এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ আমদানি পণ্য পুড়ে যায় এবং কার্যক্রম কয়েকদিনের জন্য স্থগিত থাকে। পরে ২০ অক্টোবর থেকে সীমিত আকারে খালাস কার্যক্রম পুনরায় শুরু হয়।