বাংলাদেশ সফরে আসছেন জার্মানির উপমন্ত্রী

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ আগামী ২৭ অক্টোবর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাসের তথ্যমতে, ২৭-২৮ অক্টোবর এই সফরকালীন সময় তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এটি জার্মানির একটি উচ্চ পর্যায়ের সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সফরের আগে, জার্মান সংসদ সদস্য বরিস মিজাতোভিচ ২৬-২৮ অক্টোবরের মধ্যে বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে।

এছাড়া, ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত জার্মানির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর সম্পন্ন করেছে। ধারাবাহিক এই সফরগুলোকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।