জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ সচেতন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি কিছু সমস্যার সমাধান করে এবং জনগণ সচেতন থাকে, তাহলে নির্বাচন খুব সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, পদায়ন ও বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না, এবং গণমাধ্যমকে আহ্বান জানান, ‘যদি কোনো অনিয়মের খবর পাওয়া যায়, তা প্রকাশ করুন।’

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে ভবিষ্যতে ২টিতে কমিয়ে আনা হবে। তবে এই সংখ্যা হবে সর্বোচ্চ ৭টি।

তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ‘যদি কেউ অনুমতি চায়, নিয়ম অনুযায়ী তাকেও অনুমতি দেওয়া হবে।’

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, এবং প্রশাসনের বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।