গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যেকোনো সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কোনো শক্তির বলেই নির্বাচন পেছানোর সুযোগ নেই।
শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ অ্যান্ড নলেজ কমপিটিশন’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার কাজ করছে। আপনারা দেখেছেন, গত সপ্তাহে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রতি মাসে একটি করে প্রতিবেদন তৈরি হচ্ছে।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘ইন্টেরিম সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াও চলছে। সম্ভবত ১৩ তারিখে এ মামলার রায়ের দিন ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। গণভোট বিষয়েও সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হবে।
আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের হাতে যত টাকা আছে, তারা সেটা রাজনীতিতে ব্যয় করছে না। বরং তিন সেকেন্ডের কিছু ভিডিও বানিয়ে ভিউ ব্যবসা করছে। তারা এভাবে ৫০ বছর মিছিল করলেও কোনো লাভ হবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য প্রফেসর রেজাওয়ানুল হক ও নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই কন্যা ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে শফিকুল আলম বলেন, ‘জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অসাধারণ। তারা তাদের ভাই, সন্তান ও বোনদের আন্দোলনের সময় বুক পেতে দিয়েছে।’