চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকরা

দেশের সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা টানা ২১তম দিনে রোববার (২নভেম্বর) ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেন। তবে জাতীয় প্রেসক্লাব থেকে পদযাত্রা শুরু করলেও বেশিদূর এগোতে পারেননি তারা। দুপুর ২টার দিকে হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারা এলাকায় পুলিশ তাদের আটকে দেয়।

সামনে যেতে না পেরে শিক্ষকরা সড়কে বসে পড়েন এবং পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত পুরো সড়ক প্রায় চার ঘণ্টা দখলে রাখেন। সড়কেই তারা জোহর, আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।

সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারী শিক্ষক নেতারা জানান, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সচিব আশ্বাস দিয়েছেন, দুই-এক দিনের মধ্যেই তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এই আশ্বাসে শিক্ষকরা সড়ক ছেড়ে জাতীয় প্রেসক্লাবের সামনে ফিরে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তাদের চাকরি জাতীয়করণের প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়েছে। চলতি বছরের ২৮ জানুয়ারি ধাপে ধাপে সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও নয় মাস পার হয়ে গেলেও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাদের।

শিক্ষকদের পাঁচ দফা দাবি হলো-
১. চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন।
২. এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১,০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন।
৩. অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।
৫. ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।