আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম যে বিচারের কাজ শুরু করব, সেটা করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে, একটা রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।’
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অনেকেরই ট্রাইব্যুনালে বিচার চলছে, ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রয়েছে। যারা ছাত্রজনতার হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। পরবর্তী সরকার এ বিচার কার্যক্রম আরও এগিয়ে নেবে।
তিনি বলেন, সংস্কারকাজে আমরা অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটা বাংলাদেশের জন্য বড় একটি অর্জন যে, বিভিন্ন রাজনৈতিক দল সরকার-গৃহীত একটি দলিলে একমত হতে পেরেছে। এর মাধ্যমে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার আনা হয়েছে। জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচিত সরকার যদি এই কাজগুলো এগিয়ে নিতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেটাই বাস্তবে রূপ নেবে। সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। গুম-খুনের মতো অপরাধ আর ফিরে আসবে না।