ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে নির্বাচনি পরিবেশ নষ্টের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শুরুতে শেখ হাসিনার বক্তব্য শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত ছিল। কিন্তু ক্রমান্বয়ে সেগুলো ভারতের প্রধান গণমাধ্যমেও প্রচারিত হচ্ছে। এসব বক্তব্যে বাংলাদেশ নিয়ে উসকানিমূলক মন্তব্য রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তৌহিদ হোসেন বলেন, আদালত থেকে শাস্তিপ্রাপ্ত একজন ব্যক্তি পাশের দেশে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে বাংলাদেশ আপত্তি জানাবে এবং প্রয়োজনে ভারতের সহায়তা চেয়ে তাকে ফেরত পাঠানোর দাবি তুলবে।
ভারতের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশকে নসিহত করার কোনও প্রয়োজন নেই। বাংলাদেশে নির্বাচন কেমন হবে, সে বিষয়ে প্রতিবেশী দেশের উপদেশ গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, বর্তমান সরকার প্রথম দিন থেকেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে, যে পরিবেশ গত ১৫ বছর ছিল না। এর আগে দীর্ঘ সময় ধরে যে নির্বাচনগুলো প্রহসনমূলক ছিল, সে সময় ভারত কোনও আপত্তি তোলেনি বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য থামাতে কী পদক্ষেপ নেয়া হবে, এ প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ভারত যদি তাকে থামাতে না চায়, বাংলাদেশ এককভাবে তা করতে পারবে না। তবে বাংলাদেশ চায়, ভারতের পক্ষ থেকে তাকে থামানো হোক, যাতে নির্বাচনের অনুকূল পরিবেশ নষ্ট না হয়।
বন্ধু নির্বাচনে যেসব বিষয় খেয়াল রাখা উচিত