ঢাকায় চালু হচ্ছে আধুনিক পুলিশ বক্স

ফুটপাতের পাশে স্থাপিত পুরোনো নকশার পুলিশ বক্সগুলো এবার রূপ পাচ্ছে নতুন আধুনিক রূপে। রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) শুরু করেছে স্মার্ট, পরিবেশবান্ধব ও পথচারীবান্ধব পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ।

ডিএনসিসি জানিয়েছে, নতুন এই পুলিশ বক্সগুলো এমনভাবে নকশা করা হয়েছে, যাতে নিচ দিয়ে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। প্রতিটি ইউনিট হবে ২০ ফুট লম্বা, ৮ ফুট চওড়া ও ৮ ফুট উঁচু ইনসুলেটেড কনটেইনার, যেখানে থাকবে প্রয়োজনীয় দাপ্তরিক আসবাব, পর্যাপ্ত আলো এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

এছাড়া এসব পুলিশ বক্সে পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের অংশ হিসেবে প্রতিটি ইউনিটে সংযুক্ত করা হচ্ছে এসটিপি। যা ময়লা ও দূষিত পানি পরিশোধন করে বাগান পরিচর্যা এবং অন্যান্য কাজে পুনর্ব্যবহারযোগ্য করবে। এছাড়া নিচ দিয়ে পথচারীদের হাঁটার রাস্তা ঠিক রেখে ডিজাইন করা হয়েছে এগুলোর। এই মাসেই আগারগাঁওয়ের পুলিশ বক্স উদ্বোধন করা হবে। পরে ধীরে ধীরে ঢাকার সবগুলো পুলিশ বক্স এরকমভাবে নির্মাণ করা হবে।

নতুন এই উদ্যোগের বিষয়টি বিস্তারিত জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল রোববার (৯ নভেম্বর) এই নতুন উদ্যোগের বিষয়টি তুলে ধরেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিষয়টি নিয়ে পোস্ট করে লিখেছেন, ঢাকায় চালু হচ্ছে স্মার্ট, পরিবেশ ও পথচারী-বান্ধব পুলিশ বক্স। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীতে আধুনিক নকশার স্মার্ট পুলিশ বক্স নির্মাণ করছে, যা একসঙ্গে পরিবেশবান্ধব এবং পথচারীবান্ধব।

নতুন পুলিশ বক্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে নিচ দিয়ে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে। প্রতিটি ইউনিট ২০ ফুট লম্বা, ৮ ফুট চওড়া এবং ৮ ফুট উঁচু ইনসুলেটেড কনটেইনার, যেখানে রয়েছে প্রয়োজনীয় দাপ্তরিক আসবাবপত্র, পর্যাপ্ত আলো এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের অংশ হিসেবে প্রতিটি ইউনিটে সংযুক্ত করা হয়েছে এসটিপি, যা ময়লা ও দূষিত পানি পরিশোধন করে বাগান পরিচর্যা এবং অন্যান্য কাজে পুনর্ব্যবহারযোগ্য করবে।

আগারগাঁওয়ে নির্মিত প্রথম পুলিশ বক্সের উদ্বোধন হবে চলতি মাসেই। এছাড়া আরও পাঁচটি পুলিশ বক্স উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর সব স্থানে একই রকম পুলিশ বক্স নির্মাণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ব্যবস্থাপনায় আধুনিক, টেকসই এবং নাগরিকবান্ধব দৃষ্টান্ত স্থাপন করছে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নতুন ডিজাইনের ছবি জুড়ে দিয়ে তার পোস্টে লিখেছেন, আমাদের পুলিশ বাক্সগুলো এরকম ডিজাইনের হচ্ছে। নিচ দিয়ে পথচারীদের হাঁটার রাস্তা ঠিক রেখে ডিজাইন করা হয়েছে। এই মাসেই আগারগাঁওয়ের পুলিশ বক্সটি উদ্বোধন করা হবে। ঢাকার সবগুলো পুলিশ বক্সগুলো এরকমভাবে নির্মাণ করছি।