বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান সদর জোনের রেইচা সেনাক্যাম্প চেকপোস্টে ছয়জন মিয়ানমার নাগরিককে আটক করেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় চেকপোষ্ট এলাকায় নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে বলে বান্দরবান রিজিয়নের সদর জোন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন: রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) এবং মো. সাগের (২১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা কার্যক্রম চলাকালে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এ সময় ছয়জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে তারা নিজেদের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সতর্ক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করে আসছে। সামনে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায়ও একই ধারা বজায় থাকবে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, সন্ধ্যায় আটক ছয় রোহিঙ্গাকে সেনাবাহিনীর সদস্যরা থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।