রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
এদিকে সারাদেশের ভূমিকম্পে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
এদিন দুপুর পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আহতদের দেখতে আসেন তিনি।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। একইসঙ্গে ঢাবি শিক্ষার্থী এবং নরসিংদীতে নিহত শিশু এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেল এখন পর্যন্ত ৩৯ জন আহত এবং এক শিশুসহ চার জন নিহত হয়েছেন।