ঢাকার ৯০ শতাংশ পুরোনো ভবনই বিল্ডিং কোড মানেনি: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীর পুরোনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড বা ইমারত নির্মাণ বিধিমালা না মেনে তৈরি করা হয়েছে। এই অনিয়মের কারণে ঢাকা, বিশেষ করে পুরান ঢাকা ভয়াবহ ভূমিকম্প ঝুঁকির মুখে রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে ‘স্পষ্ট সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘গত পাঁচ বছরে এতটা শক্তিশালী কম্পন আমরা অনুভব করিনি। প্রকৃতি বারবার সতর্কবার্তা দিচ্ছে, তাই এখনই আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, বর্তমানে নতুন ভবনগুলোর ক্ষেত্রে বিল্ডিং কোড কিছুটা মানা হলেও পুরোনো ভবনগুলোর বেশির ভাগই কোনো অনুমোদন ছাড়াই বা নিয়ম ভেঙে গড়ে উঠেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিসংখ্যান উদ্ধৃত করে তিনি জানান, নগরীর ৯০ শতাংশ ভবনেই কোনো না কোনো ব্যত্যয় রয়েছে। এসব পুরোনো ভবনের ঝুঁকি কমাতে দ্রুত প্রকৌশলগত সমাধান ও কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয়তা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ‘বিপুল জনসংখ্যার চাপে আবাসন ব্যবস্থার জন্য ওপরের দিকে (হাইরাইজ ভবন) যাওয়া ছাড়া বিকল্প নেই, এ নিয়ে বিতর্কের সুযোগ কম। তবে সতর্ক করে তিনি বলেন, ‘উন্নয়ন হতে হবে পরিবেশ রক্ষা করে। জলাশয় ভরাট বা পাহাড় কেটে কোনোভাবেই অবকাঠামো নির্মাণ করা যাবে না।’