লেবাননে শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছেন নৌবাহিনীর ৮৫ সদস্য

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্য চট্টগ্রাম ত্যাগ করেছেন। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের বিশেষ ফ্লাইটে লেবাননে যাত্রা করেন তারা।

এ সময় তাদের বিমানবন্দরে বিদায় জানান নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের চিফ অব স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলমসহ নৌ কর্মকর্তারা। নৌসদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন-১৬ এর অধীনে লেবাননে মোতায়েন নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগদান করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য

আইএসপিআর জানায়, বাংলাদেশ থেকে যাওয়া সদস্যরা লেবাননে নিয়োজিত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এর মাধ্যমে সে দেশের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত, লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতায় কাজ করবেন।

এদিকে ২০১০ সাল থেকে লেবাননে ১৫ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।