ফেসবুকে খালেদা জিয়ার মৃত্যুর গুজব, ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে জেলা ছাত্রদল।

পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেনের বিতর্কিত পোস্টের প্রতিবাদে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব রোডের বিলাশ চত্বরে গিয়ে শেষ হয়। পরে টাউন ক্লাব মাঠে সাবেক চেয়ারম্যান বায়জীদ হোসেনের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ‘পিরোজপুরের সাবেক অবৈধ চেয়ারম্যান বায়জীদ ফেসবুকে মিথ্যাচার ও কটূক্তি করেছেন। তিনি স্ট্যাটাস দিয়েছেন যে, ৩ ডিসেম্বর বেগম খালেদা জিয়া মারা গেছেন যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রশাসন যদি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তবে পিরোজপুর জেলা ছাত্রদল বায়জীদকে খুঁজে বের করে উপযুক্ত জবাব দেবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সহ-সভাপতি ফেরদৌস সরদার, দপ্তর সম্পাদক খালিদ হাসানসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন সম্প্রতি তার ফেসবুক আইডিতে বেগম খালেদা জিয়াকে ‘ক্লিনিক্যালি ডেড’ উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন। মুহূর্তেই সেই পোস্ট ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।