দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। তার কানে ও মাথায় গুলি লেগেছে। গুলি বের করার জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার অস্ত্রোপচার চলছে। এর আগে জরুরি বিভাগে তার সিটিস্ক্যান করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির মস্তিষ্কে গুলি লেগেছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে বলে নিশ্চিত করেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেছেন, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লেগেছে। তিনি এখন কোমায় (গভীর অচেতনাবস্থায়) আছেন।
হাদিকে জরুরি বিভাগে নেওয়ার পর থেকে সেখানে বাড়তি লোকের সমাগম ঘটেছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। সেনা সদস্যরা জরুরি বিভাগের সামনে অবস্থান করছেন।
ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।