কুমিল্লা দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (২০ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাকারিয়া তাহের সুমন। পাশাপাশি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
এছাড়াও কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মো. আমিরুজ্জামান ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. কামরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক পদে মো. নজরুল হক ভূইয়া স্বপন নির্বাচিত হয়েছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে নির্বাচিত বর্ণিত ৫ জনের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। উল্লিখিত নেতৃবৃন্দসহ পরবর্তীতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি যথা-শিগগির ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।