হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ঔষধ সেবন করছেন।

শায়রুল কবির খান আরও জানান, আপাতত চিকিৎসকের কঠোর নির্দেশনা অনুযায়ী তিনি পূর্ণ বিশ্রামে থাকবেন। তার সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

অসুস্থ হওয়ার আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ওই বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তিনি গণমাধ্যমে তুলে ধরেন। এরপর গভীর রাতে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।

DR/AHA
আরও পড়ুন