জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ এবং ভারত নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আমরা ইসিকে বলেছি, এই তারিখ যেন কোনোভাবেই না পিছায়। আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশ ভারত চায় না বাংলাদেশে যথাসময়ে নির্বাচন হোক। তারা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।
নির্বাচন কমিশনের ভেতরে এখনও ‘ফ্যাসিবাদের দোসর’ রয়ে গেছে উল্লেখ করে এনসিপি নেতা বলেন, ইসির ভেতরে কিছু বিশৃঙ্খলা আছে। সুষ্ঠু ভোটের স্বার্থে আঞ্চলিক অফিসগুলোকে আরও সক্রিয় করতে হবে। সিইসি আমাদের জানিয়েছেন যে, তারা সক্ষমতা বাড়াচ্ছেন এবং নিরাপত্তা নিশ্চিতে তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন।
নির্বাচনি প্রতীক প্রসঙ্গে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি অন্য কোনো দলের প্রতীকে নয়, বরং নিজস্ব ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে অংশ নেবে। তবে তারা ‘ইলেক্টোরাল অ্যালায়েন্স’ বা নির্বাচনি জোট গঠনের পক্ষে।
প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসিরুদ্দিন বলেন, ইতোমধ্যে একজন প্রার্থী হত্যার শিকার হয়েছেন। আমরা প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছি এবং মনোনয়নপত্র জমার সময়সীমা পুনর্নির্ধারণের অনুরোধ করেছি। বৈঠকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।