ঢাকা-১৭ আসনেও প্রার্থী হচ্ছেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার পাশাপাশি রাজধানীর মর্যাদাপূর্ণ ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) তার পক্ষ থেকে এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছিলেন তারেক রহমান। এরপর দলের জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচন করার বিশেষ অনুরোধ জানান। নেতাদের সেই আহ্বানে সাড়া দিয়েই তিনি ঢাকা-১৭ আসন থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় তাকে সম্মান জানিয়ে এই আসনটি ছেড়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ঢাকা-১৭ এর পরিবর্তে তার পৈতৃক আসন ভোলা-১ থেকে নির্বাচনে অংশ নেবেন।

২০০৮ সালে বিএনপির সমর্থনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুও ওই আসনের জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন।

এর আগে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। আসনগুলো হলো- বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩।