পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ভিপি নুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং বিএনপি মনোনীত প্রার্থী নুরুল হক নুর।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আসনটিতে ভিপি নুরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।