আরও ৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আরও তিনটি আসনে নিজেদের প্রার্থীর নাম চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে দলটির মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন। 

নতুন এই তিন প্রার্থীসহ এনসিপি এখন পর্যন্ত মোট ৩০টি আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করল।

চূড়ান্ত হওয়া তিনটি আসনের প্রার্থীরা হলেন- নেত্রকোনা-২ আসনে ফাহিম পাঠান, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ ও রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী।

এরআগে গত রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়।