ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের প্রচারণায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৭টার পর তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২২৭ ফ্লাইটটি সিলেটের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সিলেটে বিএনপির নির্বাচনি প্রচারণায় অংশ নিতে তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। দলে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট যান তারেক রহমান। এবার যাচ্ছেন দলের চেয়ারম্যান হিসেবে। আর চেয়ারম্যান হিসেবে এটাই তার প্রথম জনসভা।
১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করতেন। এই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন প্রচারণা।
বৃহস্পতিবার (২২ জানুয়রি) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তৃণমূল বিএনপি আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। মাইকিং, মিছিল, মিটিং- সব আয়োজনে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিত। রয়েছে সর্বস্তরের জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা।