দীর্ঘ ২২ বছর পর আধ্যাত্মিক রাজধানী সিলেটে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি। সিলেটের সমাবেশ শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান বুধবার (২১ জানুয়ারি) রাতেই আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে আলিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামের শ্বশুরবাড়ি যাবেন।
পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান।
পরে বেলা ১১টার দিকে তিনি নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু হবে।
সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
পথে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে সভা করার কথা রয়েছে বলেও দলীয় নেতারা বলছেন।
এদিকে সিলেটে তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা নিয়মিত মাইকিং, প্রস্তুতি সভা, প্রচার শেষ করেছেন। এখন চলছে শেষ মুহূর্তের কাজ।
সর্বশেষ ২০০৪ সালে সিলেটে বিএনপির এক সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরলেও এই প্রথম তিনি সিলেটে পা রাখছেন।
তারেক রহমান সিলেটের ‘জামাতা’ (ডা. জুবাইদা রহমানের পৈতৃক নিবাস সিলেট) হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে তাকে নিয়ে বাড়তি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো সিলেট শহর ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এটি কেবল একটি জনসভা নয়, বরং সিলেটের রাজনৈতিক ইতিহাসের এক মাইলফলক হতে যাচ্ছে। সুনামগঞ্জ ও সিলেট জেলা থেকে অন্তত তিন লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। বিমানবন্দর থেকে জনসভাস্থল পর্যন্ত প্রতিটি রুটে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং নজরদারিতে ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তারেক রহমানের পক্ষে প্রতীক সংগ্রহ
