দিল্লি নয়, পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

দীর্ঘ ১৬ বছরের লুটপাট, অর্থ পাচার এবং অধিকার হরণের রাজনীতির অবসান ঘটিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে আমাদের সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে, আগামীতেও জনগণ তা করবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। এজন্যই বলেছি- দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ।’

বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি প্রধান বলেন, উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। ব্যালট ছিনতাই, আই-ডামি আর নিশিরাতের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 

তিনি অভিযোগ করেন, ‘যারা পালিয়ে গেছে, তারাই ইলিয়াস আলীর মতো হাজারো মানুষকে গুম ও হত্যা করেছে। গুম-খুনের মামলা দিয়ে নেতাকর্মীদের জীবন জর্জরিত করা হয়েছে।’

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামী জনতা। আজকের এই বিশাল জনসমুদ্র সেই ত্যাগেরই ফসল।’

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে পরিবারের প্রধান নারীর হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা আরও সম্প্রসারিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান জনসভা মঞ্চে উঠলে মাঠজুড়ে উপস্থিত লাখো নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেন। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে পুরো সিলেট নগরী এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জনসভাস্থল ছাড়িয়ে কয়েক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

বক্তব্যের শেষে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।