মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন তিনি। এ সময় মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাকে একনজর দেখতে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান ও করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান।
শাহজালালের মাজার থেকে বেরিয়ে হযরত শাহ পরান (র.) মাজারে যান বিএনপির চেয়ারম্যান। মাজার জিয়ারতের পর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন তিনি। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।
নির্বাচনি জনসভার মঞ্চে তারেক রহমান
