আবু সাঈদের কবরে ডা.শফিকুর

‘দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা জামায়াতের’

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ৮টার দিকে তিনি কবর জিয়ারত করেন। পরে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। 

জামায়াত আমির বলেন, ‘আবু সাঈদের ঋণ পরিশোধ করার শক্তি আমরা রাখি না। তবুও আমাদের চেষ্টা করে যেতে হবে ঋণ পরিশোধ করার। তারা আমদের ঋণী করে গেছেন, আমাদের দায়িত্ব দিয়ে গেছেন যে আমরা চলে গেলাম, আপনাদের রেখে গেলাম। আমাদের স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করবেন, আমাদের জাতিকে দেখে রাখবেন।’

আবু সাঈদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘তাদের স্বপ্ন ছিল সমাজে বৈষম্য থাকবে না, কোনো ধরণের অবিচার মেনে নেওয়া হবে না, কোনো দুর্বৃত্ত-দুষ্কৃতিকারী এদেশের শাসক হতে পারবে না।’

তিনি বলেন, ‘তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ আর এ দেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল একটা নিরাপদ বাংলাদেশের যেখানে প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকবে। আমরা আপনদের কথা দিচ্ছি— শহীদদের স্বপ্ন বাস্তবায়নে লড়াই চালিয়ে যাবো।’

যুবকদের উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আমরা তোমাদের কথা দিচ্ছি— আমরা ক্ষমতায় গেলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই সমাজের নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে পেছন থেকে তোমাদের শক্তি, সাহস ও সমর্থন দিয়ে যাবো। কেউ যাতে তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে এজন্য তোমাদের জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়তে হবে। জয় ছিনিয়ে আনতে হবে।’