ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গাড়িতে হামলার ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করতে গেলে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এর আগে বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে।