রাজনৈতিক মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয়: জামায়াত আমির

রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনীতিতে ভিন্ন মত থাকা ভালো, তবে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকা উচিত।

রোববার (১৬ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘স্বাধীনতার প্রশ্নে আপসহীন থাকায় আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে।’


 
এসময় শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান তিনি।

দেশের অর্থনীতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে আগামীর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রত্যাশা করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।