খালেদা জিয়া আসছে, রাজপথ কাঁপছে স্লোগানে উত্তাল বিমানবন্দর

দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে আনন্দের জোয়ারে ভাসছে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ফলে দলীয় নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সকাল ৮টার পর থেকেই বিএনপি নেতা-কর্মীদের সড়কে দুই পাশে অবস্থান নিতে দেখা গেছে।

বিমানবন্দরে দলীয় নেত্রীর অবতরণের পর ‘খালেদা জিয়া আসছে, রাজপথ কাঁপছে’, ‘বেগম জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চার মাস পরে আবার সেই বাহনেই দেশে ফিরেছেন তিনি।