নেতাকর্মীদের মিছিলে-স্লোগানে মুখর নয়াপল্টন

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

কর্মসূচি অনুযায়ী বুধবার (২৮ মে) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দলীয় কর্মীরা সামবেশস্থলে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। 

ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির অঙ্গ সংঠনের কর্মীরা এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। 

যুব সমাবেশ আয়োজন করেছে বিএনপির তিনটি অঙ্গসংগঠন-যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। 

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, তরুণরা আজ রাজনীতি থেকে বঞ্চিত। তাদের ভোটাধিকার নেই, মতপ্রকাশেও বাধা। আজকের এই সমাবেশ সেই বঞ্চনার প্রতিবাদ।

এদিকে, সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বিকেল ২টায় শুরু হওয়ার সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।