ভারতের আহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ জুন) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক শোক বিবৃতিতে বলেন, ১২ জুন দুপুর দেড়টার দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনায় পতিত হয়। বিমানটিতে ক্রুসহ ২৪২ জন যাত্রী ছিলেন। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে বিমানের সব যাত্রী নিহত হয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আশা করি ভারতের সরকার ও জনগণ শোক ও ক্ষয়ক্ষতির এই মুহূর্ত কাটিয়ে উঠতে সক্ষম হবেন।’
এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শোক বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, ‘আহমদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত।’
বার্তায় তিনি আরও বলেন, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভারতের জনগণ ও সরকারের পাশে আমরা আছি এবং যেকোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস দিচ্ছি।’
ড. ইউনূস তার বার্তার শেষে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জানান।
এছাড়া এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট গুজরাটের আহমেদাবাদে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে, এটি একটি হৃদয়বিদারক ঘটনা।
তিনি আরও লেখেন, এ ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সকলেই এই শোকের সময়ে দোয়া করে তাদের পাশে দাঁড়াই।