স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে গেছেন। এর আগে বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্য বাসা থেকে রওনা দেন তিনি। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়া বাসা থেকে বের হলে বিএনপি নেতাকর্মীরা তার গাড়িবহরের সামনে ভীড় করেন। এতে গাড়িবহরটির গতি ধীর হয়ে যায়। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তায় থাকা সদস্যদের নেতাকর্মীদের সামলাতে দেখা যায়।

এর আগে, গত ৬ মে লন্ডনে প্রায় চার মাসের চিকিৎসা শেষে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া।