তোপের মুখে ঝালকাঠি ছাড়লেন নাহিদ ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের তীব্র বিরোধিতা ও প্রতিরোধের মুখে এনসিপি নেতা নাহিদ ইসলাম ঝালকাঠি ত্যাগ করেছেন। এনসিপির ঝালকাঠি জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছিল।

কমিটি ঘোষণার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির নেতাকর্মীদের সঙ্গে এনসিপি’র দ্বন্দ্ব চরমে ওঠে।

এনসিপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় রোববার (১৩ জুলাই) বিকেল পাঁচটায় ঝালকাঠি আসেন নাহিদ ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  তারা পদযাত্রা করে ঝালকাঠি শহীদ মিনারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে কামার পট্টি মোড়ে পৌঁছাতেই তাদের সামনে পড়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাধার মুখে শহীদ মিনারে যাওয়া সম্ভব না হওয়ায় নাহিদের নেতৃত্বাধীন পদযাত্রা রুট পরিবর্তন করে সদর চৌমাথা হয়ে কাপুড়িয়া পট্টি যায়। সেখানে একটি পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা। 

এদিকে পথসভার খবর ছড়িয়ে পড়তেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা পাল্টা মিছিল নিয়ে সেই দিকেই রওয়ানা দেয়।

উপস্থিত নেতাদের ভাষ্যমতে, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এনসিপি নেতারা তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে আবারও কামার পট্টি হয়ে ফায়ার সার্ভিস মোড়ের দিকে রওয়ানা দেয়। এদিকে আন্দোলনকারীরা ফায়ার সার্ভিস মোড়ে পৌঁছার আগেই নাহিদ ইসলাম মোটরসাইকেলে চড়ে তার গাড়ির কাছে যান এবং দ্রুত ঝালকাঠি ত্যাগ করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে ঝালকাঠির রাজনৈতিক অঙ্গন। সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, 'অতীতে ফ্যাসিস্ট সরকার যেমন প্রশাসনকে দলীয়করণ করেছিল, আজও কিছু গোষ্ঠী প্রশাসনের নিরপেক্ষতা ধ্বংস করে দলীয় স্বার্থে ব্যবহার করতে শুরু করেছে।'

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ অভিযোগ করে গনমাধ্যমকে বলেন, ‘জনবিচ্ছিন্ন এবং আওয়ামীলীগের কিছু লোক দিয়ে এনসিপি স্থানীয় কমিটি করা হয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ জানিয়ে আসছি। জনগণের স্বার্থবিরোধী এই কমিটি মানি না, মানবো না।’