দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে ঢল নামে নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা শহরের রেলগেট এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহবায়ক নাহিদ ইসলাম।
এতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় এনসিপি কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, ইসলামী আন্দোলন, গণ অধিকার অধিকার পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল দেখা যায়।
প্রধান অতিথি বলেন, গোপালগঞ্জে আমাদের উপর হামলা করে একটি গোষ্ঠি ভেবেছিল পদযাত্রা বন্ধ হয়ে যাবে এবং সারা দেশে তারা আতঙ্ক তৈরি করেতে চেয়েছিলো। কিন্ত তারা সেটি পারেনি। এখন আমরা দেশের সমস্যা দূর করতে সারাদেশে সমস্যা খুঁজে বেড়াচ্ছি এবং আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ জন্য অনেক দিকে আমাদের লড়াই করতে হবে।
অপরদিকে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের উপর হামলা করে তারা ভেবেছিলো নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আক্তার এই ৫ জনকে হত্যা করলে নতুন বাংলাদেশের লড়াই থেমে যাবে। কিন্তু না আমাদের মৃত্যুর পরও এই নতুন বাংলাদেশের কেউ না কেউ নাহিদ, আক্তার হয়ে উঠবে। এই দেশ সেদিন ঘুরে দাড়াবে যেদিন থেকে আওয়ামী লীগ সমুলে নির্মূল হবে।
এ সময় বসুন্ধরা মিডিয়ার সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ।