সতর্ক থাকতে হবে, ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয়: দুদু

আগামী বছরের ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক প্রতীকী যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। 

শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তার মানে এই নয় যে, আমরা সবকিছু অর্জন করে ফেলেছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে, মুক্তি, স্বাধীনতা ও অধিকারের লক্ষ্যে। সেই অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আমরা ফিরে পাব না। গণতন্ত্র উত্তরণের জন্য একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দরকার। সেই নির্বাচন ঘোষিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে। জনগণ উল্লসিত। জনগণ প্রত্যাশা করে, ফেব্রুয়ারির মধ্য নির্বাচন হতে হবে।’ 

তিনি  বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসেই করতে চান। এ জন্য আমরা সবাই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথা মেনে নিয়েছি। তবে সতর্ক থাকতে হবে। এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে।’

সংস্কার, বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে সরকার ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, তাই ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।