জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই দেশের মানুষ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর মসজিদে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় ঘটনার জন্য অনেকেই ষড়যন্ত্র চক্রান্তের চেষ্টা করবে। সবার প্রতি আমার আহ্বান থাকবে, ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে।
দুলু বলেন, আওয়ামী লীগ ১৫ আগস্ট কাউকে কোনো দিবস পালন করতে দেয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দিনে জন্ম গ্রহণ করেছেন। বাংলাদেশে খালেদা জিয়ার মতো গুণী মানুষের জন্ম না হলে দুলুর মতো এমপি মন্ত্রী বা নেতার জন্মও হতো না। বেগম খালেদা জিয়াকে আল্লাহপাক যেন পূর্ণ সুস্থতা দান করেন, সবাই দোয়া করবেন।
দুলু আরও বলেন, নাটোরে আমি কোনো অন্যায় জুলুমের প্রশ্রয় দেবো না। আগেও দেইনি, এখনো দেবো না। নাটোর-নলডাঙ্গাবাসীর প্রতি আমার আহ্বান থাকবে এখন থেকে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করুন। ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে। কেননা বিএনপি ও ধানের শীষের বিজয় হলেই কেবল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।
এসময় দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ তালুকদার পরিবারের সদস্য ও নেতাকর্মীরা।