দেশে নতুন এক চেতনার উদ্ভব হয়েছে: রিজভী

দেশে এক চেতনার পরিবর্তে নতুন আরেক চেতনার উদ্ভব হয়েছে, বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জুলাই আন্দোলনে শিশু-কিশোররা আবাবিল পাখির ঝাঁকের মতো রাজপথে নেমে এসেছিল। এর মধ্য দিয়ে জনগণ মুক্তি পেয়েছে, গণতন্ত্রও মুক্তি পেয়েছে। তবে অভ্যুত্থানের পর আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, যা অনুচিত।

ধর্মের নামে নতুন ধরনের এক চেতনার উত্থান ঘটছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট সংগঠনের লোকজন সর্বত্র অবস্থান করছে। তার দাবি, শেখ হাসিনার প্রভাব আবারও দেশের ওপর ভর করেছে।