নির্বাচন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা নয়, কাঠামো তৈরি করা উচিত: আলাল

সামনে নির্বাচন আসছে। এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কী হবে, সেটার জন্য পরীক্ষা-নিরীক্ষার যে সময়, সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

আলাল বলেন, এভাবে কাঠামো তৈরি হলে রাজনৈতিক কুয়াশা অনেকটাই কেটে যাবে। গো ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, শুধু দাদাদের আর দিদিদেরই সুবিধা হবে। পরে যারাই দায়িত্বে আসুক, তারা চাইলে পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা করতে পারবে।

বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় স্বস্তির জায়গা হচ্ছে মুক্ত গণমাধ্যম এমন মন্তব্য করে আলাল বলেন, এখন আর কোনো সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করা হয় না। কাউকে বলা হয় না এই খবরটা প্রচার করা যাবে না কিংবা ওই খবরটা বারবার চালাতে হবে। কোনো সাংবাদিক আর উপদেষ্টার কাছে গিয়ে বলে না, প্রশ্ন করতে আসিনি, প্রশংসা করতে এসেছি।

তিনি আরও বলেন, এখন কোনো সংবাদকর্মী আর উপদেষ্টাদের পেছনে তেলের বোতল নিয়ে হাঁটে না। মুক্ত গণমাধ্যমের কারণে যে পরিবেশ তৈরি হয়েছে, তা হঠাৎ করে হয়নি। আগে অনেক কিছুই ঘটত, কিন্তু প্রচারের নিষেধাজ্ঞার কারণে মানুষ জানত না। এখন মানুষ সব জানতে পারছে।

রাজনীতিতে ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আলাল বলেন, আমরা যদি সংশোধন না হই, কোনো কল্যাণকর কিছু আসবে না। গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভেদ ও বিতর্ক। তবে বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে সব দলের অভিন্ন অবস্থান রয়েছে, তাই জাতীয় ঐক্যের মঞ্চ ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।