স্বৈরাচার গেলেও ফ্যাসিবাদ রয়ে গেছে: সাকি

স্বৈরাচারের পতন ঘটলেও দেশে এখনো ফ্যাসিস্ট ব্যবস্থার বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে হলে দেশে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। আর তার জন্য আগামী জাতীয় নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

তিনি বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় একটি পক্ষ নির্বাচন ও সংস্কারকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাইছে। কিন্তু প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচনই পারে বিচার ও সংস্কারের পথ সুগম করতে। বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি আজকের দিনে জাতীয় স্বার্থে পরিণত হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে প্রকৃত জনপ্রতিনিধিদের নির্বাচনের মাধ্যমেই এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর সম্ভব।

তিনি সব রাজনৈতিক দল ও জনগণকে গণতন্ত্র উত্তরণের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে। আর জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার মধ্য দিয়েই তা সম্ভব।