জুলাই সনদ বাস্তবায়নে দু’একটি দল বাধা দিচ্ছে: জামায়াত

জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের ক্ষেত্রে অল্পসংখ্যক রাজনৈতিক দল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের।

তাহের বলেন, জুলাই সনদের ১৯টি বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছে, যা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি দল বলছে, আগামী নির্বাচিত সরকার এলেই এসব বাস্তবায়ন করা হবে। এতে প্রশ্ন জাগে তাহলে এই মুহূর্তে আমাদের এই ঐকমত্যের উদ্যোগেরই বা প্রয়োজন কী ছিল?

তিনি আরও বলেন, ‘আমরা যে চেতনায় ঐক্যবদ্ধ হয়েছি, সেটার মূল কথা হচ্ছে, এখনই আইনি ভিত্তি দিয়ে এগুলো বাস্তবায়নের পথ সুগম করা। ঈমানের যেমন তিনটি স্তর মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস ও কাজে বাস্তবায়ন। তেমনি আমাদের চার্টারেরও তিনটি স্তর ঐকমত্য, আইনি ভিত্তি এবং বাস্তবায়ন।’

তাহের বলেন, সংস্কার এখনই দরকার। পরবর্তী সরকারকেই যদি সব কিছু করতে হয়, তাহলে এই ঐকমত্য কমিশনের সময় ও শক্তি নষ্ট করার কোনো মানে হয় না।  

জুলাই সনদ হলো একটি রাজনৈতিক সংস্কার দলিল, যা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, ক্ষমতার ভারসাম্য এবং জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তুলতে প্রস্তাবিত হয়েছে। তবে এটি এখনও আইনি স্বীকৃতি পায়নি এবং বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ মতবিরোধ প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।