গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, এ দাবির বাস্তবায়নেই দেশের দীর্ঘ ৫৪ বছরের রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে সাক্ষাৎ শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, জুলাই সনদের চূড়ান্ত রূপ এখনো হয়নি। এর আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য আমরা চেয়েছি আগামী নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয়। এ সময় এনসিপি নেতারা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার আহ্বান জানান।
আরিফুল ইসলাম বলেন, জাতীয় পার্টি প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের অতীতের অবৈধ সংসদ বৈধ করার চেষ্টাও আছে। এসব আমলে নিয়ে সরকারের আরও কার্যকর পদক্ষেপ কামনা করেছি।
৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, শুধু তারাই ভোটার হতে পারবে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত আরও নমনীয় করার পরামর্শ দিয়েছে এনসিপি।
নির্বাচন বানচালের নীল নকশা হতে পারে কি না এমন প্রশ্নে এনসিপি নেতা বলেন, সরকারের ভেতরের কিছু সংস্থা ও স্ট্যাবলিশমেন্ট পুরনো কাঠামো টিকিয়ে রাখতে মরিয়া। তারা নানা তৎপরতা চালাচ্ছে, যা উদ্বেগজনক।
জাতীয় নাগরিক পার্টির মতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত গণপরিষদ-ই বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র গ্রহণযোগ্য পথ।