৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়েছে।

ইতোমধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের অস্থায়ী মঞ্চে উপস্থিত হয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে নেতাকর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন।

সমাবেশে জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রধান অতিথি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিশেষ অতিথি হিসেবে এবং কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

জামায়োতের দাবিগুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এছাড়া কেন্দ্র ঘোষিত আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিভাগীয় শহরের কর্মসূচিতে যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিভাগসহ তাদের নাম প্রকাশ করেছে সংগঠনটি।

তারা হলেন- বরিশাল মহানগর: নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগর: সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, রাজশাহী মহানগরী: সহকারী সেক্রেটারি জেনারেল এড. মুয়াযযম হোসাইন হেলাল, মোমেনশাহী মহানগরী: সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের ও খুলনা মহানগরী: কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ।

এছাড়া ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বরও দেশের সকল জেলা/উপজেলায় যথারীতি কর্মসূচি পালিত হবে।