সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশা আল্লাহ।’
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব বলেন।
জামায়াত আমির বলেন, অনেক আন্দোলন, ত্যাগ-কুরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, কেউ হাত-পা-চক্ষু হারিয়েছেন। আমাদের সেই ত্যাগ-কুরবানির বিনিময়ে আল্লাহ আমাদের মহান বিজয় দান করেছেন। তিনি শহীদ ও আহতদের জন্য দোয়া করেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, অসুস্থতা ও সুস্থতা দুটিই আল্লাহর নিয়ামত, তাই প্রতিটি অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের কুরবানির বিনিময়েই আজ আমরা মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি।
তিনি বলেন, আল্লাহ মানুষকে নানাভাবে পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিরাট পুরস্কার পেয়েছিলেন। তেমনি আমাদের নেতৃবৃন্দও নির্যাতন, জেল-জুলুম ও শহীদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীন পরিবেশের পথ তৈরি করেছেন। তিনি সকলকে বিনয়ী, জনগণের সেবক এবং আল্লাহর উপর ভরসাশীল হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে দিনব্যাপী অধিবেশনে ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দারসুল কুরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
অধিবেশনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্য ও সারাদেশ থেকে নির্বাচিত শূরা সদস্যরা।